উত্তর কোরিয়ার কাছে ২০টি অধিক পরমাণু বোমা রয়েছে বলে সন্দেহ করছে চীনের পরমাণু বিশেষজ্ঞরা। এছাড়া দেশটি ২০২০ সাল নাগাদ তাদের পরমাণু শক্তি দ্বিগুণ করার জন্য পর্যাপ্ত ইউরেনিয়াম মজুদ রেখেছে। যা আমেরিকার ধারণার চেয়ে বেশি।
মার্কিন বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, উত্তর কোরিয়া সরকারের হাতে ১০-১৬টি পরমাণু বোমা থাকার সম্ভাবনা রয়েছে৷ তবে চীনের বিশেষজ্ঞরা বলছে, আগামী বছরের একনায়কতাত্বিক দেশটির ভাণ্ডার ভরে পরমাণু বোমার সংখ্যা ৪০টি ছাড়িয়ে যাবে।
বিশ্ব সম্প্রদায়ের নিষেধাজ্ঞায় এড়িয়ে উত্তর কোরিয়া এ পর্যন্ত তিনবার পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে।