ভারতের লোকসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)।
বুধবার ভারতের কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভায় রাহুল গান্ধী নিজের সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এসময় তিনি বলেন, ‘আমি আর কংগ্রেস সভাপতি নই। দলকে একজন নতুন সভাপতি বাছাই করতে হবে।’ এর আগে রাহুল গান্ধী পদত্যাগপত্র জমা দেন।
কিন্তু রাহুলের এই ঘোষণার পরপরই কংগ্রেসের সিনিয়র নেতৃবৃন্দ পদত্যাগপত্র প্রত্যাহার করতে অনুরোধ করেন। তবে রাহুল গান্ধী এমন অনুরোধে সাড়া দেননি। ভারতের প্রথম সারির কয়েকটি সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। এসব নিয়ে রাহুল গান্ধী ব্যক্তিগত টুইটার একাউন্টেও জানিয়ে দিয়েছেন।