চীনকে চাপে রাখতে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও জাপানের সাথে আলোচানায় বসেছে আমেরিকা। শনিবার (২৯ জুন) জি-২০-র পার্শ্ববৈঠকে ‘খোলামেলা’ ও ‘শান্তিপূর্ণ’ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ার লক্ষ্যে মিলিত হোন এই তিন দেশের রাষ্ট্রনেতা।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চিলে চীনা আধিপত্য রোধে গত কয়েক বছর ধরেই চলছে নানান পরিকল্পনা। ভারতের সাথে এ নিয়ে চীনের চলছে ঠান্ডা মনস্তাত্ত্বিক যুদ্ধও। তাই এই মুহূর্তে, এই আলোচনা বেশ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মনে করেন কূটনৈতিকরা।
এই বৈঠকের মাধ্যমে দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে আশ্বাসও দিয়েছে।
বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটা বার্তায় এই আলোচনাকে ফলপ্রসূ দাবি করে ট্রাম্পকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।