রোহিঙ্গা সংকট নিরসনে রাখাইনকে বাংলাদেশের অংশ করার প্রস্তাব উঠেছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের পক্ষ থেকে এই প্রস্তাব দেয়া হয়।
এশিয়ার জন্য বাজেট বিষয়ক শুনানিতে কংগ্রেসের প্রতিনিধি উপকমিটির চেয়ারম্যান ব্রাড শেরম্যান রোহিঙ্গাদের জন্য মানচিত্রটাই বদলে দেওয়ার প্রস্তাব করেছেন। তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যকে দেশটি থেকে আলাদা করে দিয়ে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার সম্ভাবনার কথা বিবেচনার জন্য পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন।
১৩ই জুন প্রস্তাবিত এই বাজেটে, বলা হয় সংকট নিরসনে যদি সুদানকে দুই ভাগ কারা হয়, তবে রোহিঙ্গা সংকট নিরসনেও একই ধরনের পদক্ষেপ নেয়া উচিত। মিয়ানমার যেহেতু তাদের নাগরিকত্ব, আশ্রয় ও নিরাপত্তা দিচ্ছে না, তবে যারা তাদের আশ্রয় দিয়েছে তাদের সাথেই রাখাইনলে যুক্ত করার প্রস্তাব দেন তিনি।
তবে এ নিয়ে কোন হ্যাঁ বা না জাতীয় মন্তব্য এখন অবধি পাওয়া যায়নি যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে।