ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের অবরুদ্ধ অঞ্চল গাজা উপত্যকার জনগণ অবশেষে দীর্ঘ ৪ বছর পর হজ করতে যাওয়ার সুযোগ পেল। সৌদি আরব ফিলিস্তিনিদের যে ৮০০ জনকে হজ করার জন্য অনুমতি দিয়েছে কেবল তারাই এবার ওমরা পালন করতে যাচ্ছে।
চলতি সপ্তাহের রোববার গাজা থেকে ফিলিস্তিনির একটি দল মিসরের রাফা সীমান্ত দিয়ে সৌদি আরবে ওমরা পালন করতে যাচ্ছে। তুরস্কের গণ্যমাধ্যম আনাদোলু (এএ) সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে।
ফিলিস্তিনের ধর্মমন্ত্রী ইয়ুসুফ ইদেইস গত মাসে এমনটি ইঙ্গিত দিয়েছিলেন যে, অবরুদ্ধ গাজার বাসিন্দারা অতি শীঘ্রই হজে যেতে পারবেন।
প্রসঙ্গত, বিগত ১০ বছর ধরে ইসরাইল গাজাকে অবরোধ করে রেখেছে। এমনকি ইসরাইলের চাপের মুখে মিসর ২০১৪ সালে রাফা বন্ধ করে দেয়। যার ফলে পুরোপুরি অবরুদ্ধ ছিল গাজাবাসী।