আন্তর্জাতিক: দীর্ঘ দিনের কাশ্মীর সমস্যা সমাধানে ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মুখোমুখি বৈঠকে বসার অনুরোধ জানিয়েছেন নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। বৃহস্পতিবার তিনি তাঁর টুইটার অ্যাকাউন্টে এ অনুরোধ জানান।
তিনি জানান, আমি একজন পাক নাগরিক ও ছাত্রী হিসেবে, একজন নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে এবং জাতিসংঘের শান্তি আন্দোলনের এক জন বার্তাবাহক হিসেবে ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই শঙ্কিত। ভারত এবং পাকিস্তানের মধ্যকার নানা সমস্যা রয়েছে। এ নিয়ে আপনারা কোনো তৃতীয় পক্ষের শরণাপন্ন না হয়ে বরং নিজেরা মুখোমুখি বসুন। হাতে হাত মিলিয়ে দেখিয়ে দিন যে এ দুঃসময়েও কিভাবে বলিষ্ঠ নেতৃত্ব দেয়া যায়। বন্ধ করুন জীবন এবং সম্পদের ক্ষতি।