৭৯ টি দেশের মধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়ন

ডেস্ক: বাংলাদেশের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর ‘সাস্ট অলিফ’ দল মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘বেস্ট ইউজ অব ডাটা’ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বিশ্বের ৭৯ টি দেশের ২৭২৯ টি দলকে হারিয়ে দলটি এ গৌরব অর্জন করে।

নাসার উদ্যোগে আয়োজিত ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’র আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রথম হওয়ার গৌরব এটিই প্রথম। তবে এর আগে পিপলস চয়েজ এ্যাওয়ার্ড এ প্রথম দশটি দলের তালিকায় একাধিকবার বাংলাদেশের অবস্থান থাকলেও প্রথম হওয়ার সৌভাগ্য হয়নি।

‘সাস্ট অলিফ’ দলের হয়ে বাংলাদেশ কে প্রতিনিধিত্বকারীরা হলেন, মেন্টর হিসেবে সিএসই বিভাগের সহকারী অধ্যাপক বিশ্ব প্রিয় চক্রবর্তী, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের শিক্ষার্থী কাজী মাইনুল ইসলাম, সাব্বির হাসান, আবু সাদিক মাহদি এবং পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এসএম রাফি আদনান।