দক্ষিণ কোরিয়ার পরিবেশ বিষয়ক সংগঠন ‘নেচার প্লাস’ এর ১১ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ১৪ ফেব্রুয়ারি ২০১৯ (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন- জাং জাহি, লি স্যাংহিয়ন, এ এইচ এন এহিয়ং, কিম সেহি, কিম ইউজিন, ক্যাং সু জাং, জো ইয়ং হুন, লি ডেরি অং, ক্যাং জিয়ন, সিও মিকিয়াং এবং কিম ইউন।
সাক্ষাৎকালে তারা বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনসহ পরিবেশ বিষয়ক নানা ইস্যু নিয়ে আলোচনা করেন। প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং পরিবেশগত কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশের জন্য উপাচার্য অতিথিদের ধন্যবাদ জানান।
এর আগে, দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলটি প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।