গালওয়ানে পাকা ঘাঁটি গড়েছে চীন

ভারতের পূর্ব লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় ১৫ জুন হওয়া সংঘর্ষস্থলের কাছে বড়সর নির্মাণ কাজ চালানোর ছবি ধরা পড়ল উপগ্রহের ছবিতে। দু’দিন আগেই চীন-ভারত প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরাতে রাজি হয়। বিষয়টি সামনে এল এমন সময়ে।

ভারতের প্রাক্তন সেনা কর্তাদের আশঙ্কা, প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে চীনা সেনারা ক’দিন পরেই সরে হয়তো যাবে, কিন্তু এরা ভারতের যে অংশ দখল করে নির্মাণকাজ চালাচ্ছে, তা থেকে সরে আসবে কি না, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

গত ২০ জুন গালওয়ান নদী উপত্যকায় পেট্রোল পয়েন্ট ১৪-এ (গত সপ্তাহের সংঘর্ষস্থল) কেবল একটি তাঁবু ছিল। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, সেই এলাকায় রীতিমতো কাঠামো তৈরি করে সেনাঘাঁটি বানিয়ে ফেলেছে চীন। বুলডোজ়ার, আর্থ মুভার ব্যবহার করে পাহাড়ের দেওয়াল কেটে রাস্তা বানানো হয়েছে। বসেছে ভারী অস্ত্রশস্ত্র।