এক বছরে বিএসএফ’র হাতে ৩৮ বাংলাদেশি নিহত

বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র তাদের এক প্রতিবেদনে বলেছে, গেল বছরে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ’র হাতে বাংলাদেশিদের নিহতের সংখ্যা তিন গুন বেড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৯ সালে বিএসএফ’র হাতে ৩৮ জন বাংলাদেশি নিহত হয়েছে। যরি মধ্যে ৩৩ জন গুলিতে প্রাণ হারিয়েছে। এছাড়াও ৫ জনকে নির্যাতন করে মারা হয়েছে। ২০১৮ সালে সীমান্তে এমন প্রাণহানির সংখ্যা ছিল মাত্র ১৪ জন। যা এক বছরের ব্যবধানে প্রাণহানির সংখ্যা তিন গুণেরও বেশি বেড়েছে।

ভারতের হিজাব খুলতে বলায় স্বর্ণপদক প্রত্যাখ্যান

২০১৯ সালে ভারত সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর হাতে আহত হয়েছে ৩৯ জন এবং আটক হয়েছে আরো ৩৪ জন। বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদপত্রের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে আইন ও সালিশ কেন্দ্র-আসক।

প্রবাসী টিভির ইউটিউব চ্যানেলে যোগ দিতে এখানে ক্লিক করুন।

বিনোদন বিভাগের সুপারহিট: