ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: কিয়েভের রাস্তায় মুখোমুখি রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনী। শহরের বহুতল ভবন লক্ষ্য করে চলছে ক্ষেপণাস্ত্র হামলা। রাশিয়ান সেনাদের রুখতে অস্ত্র হাতে নিয়েছে সাধারণ মানুষও।
শুধু ইউক্রেনের নিয়মিত সেনাবাহিনীই নয়, অস্ত্র হাতে দেশকে বাঁচাতে ময়দানে নেমে পড়েছেন বহু অবসরপ্রাপ্ত সেনানী এবং সাধারণ নাগরিক। কিয়েভের রাস্তায় দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট জেলেন্স্কি।
ইউক্রেন পরিস্থিতি:
- ইংলিশ চ্যানেলে রাশিয়ার কার্গো জাহাজ আটক করেছে ফ্রান্স।
- প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিরাপদে উদ্ধার করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
- ইউক্রেন ইস্যুতে তেল আবিবের নিন্দা, ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া।
- রাশিয়ান সৈন্যদের মৃতদেহ সরাতে রেডক্রসকে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেসচুক।
- পূর্ব ইউরোপে এফ-৩৫ জঙ্গিবিমান মোতায়েন করেছে আমেরিকা।
- রাজধানী কিয়েভে রাশিয়ান বাহিনীর সাথে রাস্তার লড়াই শুরু হয়েছে, তীব্র গুলি ও বিস্ফোরণে কেঁপে উঠেছে কিয়েভ।
- ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি আত্মসমর্পণ না করার এবং তার দেশকে রক্ষা করার জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
- রাশিয়ান সেনাবাহিনী জানিয়েছে, ইউক্রেনের মেলিটোপোল শহরের নিয়ন্ত্রণ নিয়েছে এবং আকাশ ও সমুদ্র পথে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের সামরিক অবকাঠামোতে হামলা করেছে।
- মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে।
- ফেসবুকের মূল সংস্থা মেটা, রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়াকে তার প্ল্যাটফর্মে বিজ্ঞাপন চালানো বা মনিটাইজেশন থেকে বিরত রেখেছে।
- জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৫০,০০০ এরও বেশি ইউক্রেনীয় অন্য দেশে পালিয়েছে।