প্রবাসী ডটটিভির ঢাকা ব্যুরোতে দুই জন সাব-এডিটর আবশ্যক। যে কোনো বিষয়ে স্নাতক কিংবা স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আগ্রহীদের অবশ্যই ক্রিয়েটিভ, ইংরেজিতে দক্ষ ও ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হতে হবে।
অনলাইন পোর্টাল probasi.tv বিদেশে অবস্থানরত বাংলাদেশী কমিউনিটির সংবাদ প্রকাশের একটি জনপ্রিয় প্লাটফর্ম।
ইতোমধ্যে ফেসবুক পেজে লাখো মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে। নিয়মিত প্রচারিত হচ্ছে দেশ বিদেশের লাইভ প্রোগ্রাম। ইউটিউবেও চ্যানেলের কার্যক্রম অনেক দূর এগিয়ে গিয়েছে। এই অনলাইন টিভির উন্নতি অব্যাহত রাখতে কন্ট্রিবিউটর প্রয়োজন। আগ্রহী যে কোন ব্যাক্তি বস্তুনিষ্ঠ লেখা, ছবি এবং ভিডিও কন্টেন্ট পাঠাতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া:
কন্ট্রিবিউটর ও প্রতিনিধি হিসেবে কাজের আগ্রহী প্রার্থীরা ইমেইলে আবেদন করবেন। প্রবাসী টিভির ইমেইল ঠিকানা: info@probasi.tv। আবেদন পাঠানোর শেষ তারখি ২৮ মার্চ ২০২০। এ ছাড়া ফোন করতে পারবেন: 01309000421 এই নম্বরে।
ফেসবুকে প্রবাসী টিভির ফ্যান পেজে যোগ দিন: https://www.facebook.com/probasitv/ ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/c/ProbasiTelevision