নাটোর সংবাদদাতানাটোরের গুরুদাসপুরে মরিয়ম নামে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। এসময় শিশুসহ আরো চারজন আহত হয়। আজ বিকালে আজ শুক্রবার বিকালে গুরুদাসপুর উপজেলার বামনখোলা এলাকায় গোপালের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম মাশিন্দা গ্রামের নজরুল ইসলামে মেয়ে।
গুরুদাসপুর থানার অফিসার ইনর্চাজ মোজাহারুল ইসলাম এতথ্য নিশ্চিত কর বলে শুক্রবার বিকালে স্বজনদের সাথে চাচখৈর বাজার থেকে মরিয়মসহ অন্যরা অটোভ্যানে যোগে বাড়ি ফির ছিল।এসময় উপজেলার বামনখোলা এলাকায় ত্রিমুখী গোপালের মোড় পৌছিলে বিপরীত মুখ থেকে ছেরে আসা অটোবাইকের ধাক্কায় মরিয়ম ও তার ৮ বছরের চাচাতো বোন র্স্বনা গুরুতর আহত হয়। স্থানীরা তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মরিয়মকে মৃত্য ঘোষনা করে।