ডি কে মহন্ত (নবাবগঞ্জ, দিনাজপুর): নবাবগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান হয়েছেন আব্দুর রাজ্জাক এবং সংরক্ষিত মহিলা পারুল বেগম টানা দ্বিতীয়বারের মতো বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
এর আগে সোমবার সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত কোন ধরণেরর অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। । সাধারণ ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করলেও উপস্থিতির সংখ্যা ছিলো তুলনামূলকভাবে কম। তবে নারী ভোটারের উপস্থিতি ছিলো পুরুষের তুলনায় অনেক বেশি।
১নং জয়পুর ইউনিয়নের বেলঘাট উচ্চ বিদ্যালয় ৪নং ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ মনিরুজ্জামান চৌধুরী জানান, তার কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৩২২ জন (পুরুষ ১৬৯০ জন ও নারী ১৬৩২ জন) ভোটের মধ্যে মোট উপস্থিতি ১৫২২ জন। ভোট গণনায় বৈধ ভোট পড়ে ১৪৬৬ টি অবৈধ ৫৬ টি ভোট বাতিল বলে বিবেচিত হয়। সর্বোপরি, উপস্থিত ভোটাররা শান্তিপূর্ণ ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।