আজ ১৯ মার্চ ২০১৯, মঙ্গলবার।৫ চৈত্র ১৪২৫। ১১ রজব ১৪৪০। বসন্তকাল। এক নজরে জেনে নেই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা এবং ঐতিহাসিক ব্যক্তিদের জন্ম ও মৃত্যু। সম্পাদনায়: এমএইছ চৌধুরী, জুনাইদ।
১৯৭১ সালের ১৯ মার্চ, এই দিনে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার সাহস দেখিয়েছিল জয়দেবপুর তথা গাজীপুরের সর্বস্তরের জনগণ। ওই প্রতিরোধ যুদ্ধে চার জন মুক্তিকামী যোদ্ধা শহীদ হয়েছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে পঙ্গুত্ব বরণ করেছিলেন আরও অনেক জন। ১৯৭১ সালে বাঙালীদের আন্দোলন দমন করতে জয়দেবপুরের দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল ব্রিগেড সদর দপ্তর। মুক্তিকামী অদম্য বাঙালি সৈন্য ও স্থানীয় লোকজন তাদের ষড়যন্ত্র বুঝতে পেরে অস্ত্রসহ সড়ক অবরোধ করেছিল চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর পর্যন্ত।
ঘটনাবলী:
১৯৪৮ – পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহর ঢাকায় আগমন।
জন্ম
১৯৫২ – হার্ভি ওয়াইনস্টিন, মার্কিন চলচ্চিত্র পরিচালক।
১৯৫৫ – ব্রুস উইলিস, জার্মান বংশোদ্ভূত মার্কিন অভিনেতা, প্রজোযক ও সঙ্গীতশিল্পী।
১৯৭৩ – অ্যাশলি জাইলস, ইংরেজ ক্রিকেটার ও কোচ।
মৃত্যু
১৯৪৭ – আজিজুল হক, বাঙালি শিক্ষাবিদ, কূটনীতিবিদ, রাজনীতিবিদ, এবং লেখক ছিলেন।
১৯৫০ – এডগার রাইস বারোজ, মার্কিন সাহিত্যিক, টারজান সিরিজের জনক।
১৯৮৭ – লুই দ্য ব্রয, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী।
২০০১ – আবু জাফর ওবায়দুল্লাহ বাংলাদেশের প্রখ্যাত কবি।