বিশ্বের প্রতিটি দেশে প্রতিনিধি নিয়োগ দেবে প্রবাসী টিভি। সেইসঙ্গে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিনিধি নেবে । যে কোনো বিষয়ে স্নাতক কিংবা স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থীরাও (নারী ও পুরুষ) আবেদন করতে পারবেন। অনলাইন পোর্টাল probasi.tv বিদেশে অবস্থানরত বাংলাদেশী কমিউনিটির সংবাদ প্রকাশের একটি জনপ্রিয় প্লাটফর্ম।
ইতোমধ্যে ফেসবুক পেজে লাখো মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে। নিয়মিত প্রচারিত হচ্ছে দেশ বিদেশের লাইভ প্রোগ্রাম। ইউটিউবেও চ্যানেলের কার্যক্রম অনেক দূর এগিয়ে গিয়েছে। এই অনলাইন টিভির উন্নতি অব্যাহত রাখতে কন্ট্রিবিউটর ও প্রতিনিধি প্রয়োজন। আগ্রহী যে কোন ব্যাক্তি বস্তুনিষ্ঠ লেখা, ছবি এবং ভিডিও কন্টেন্ট পাঠাতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া:
কন্ট্রিবিউটর ও প্রতিনিধি হিসেবে কাজের আগ্রহী প্রার্থীরা ইমেইলে আবেদন করবেন। প্রবাসী টিভির ইমেইল ঠিকানা: info@probasi.tv। আবেদন পাঠানোর শেষ তারখি ১ ফেব্রুয়ারি ২০১৯। এ ছাড়া ফোন করতে পারবেন: 01309000421 এই নম্বরে।
ফেসবুকে প্রবাসী টিভির ফ্যান পেজে যোগ দিন: https://www.facebook.com/probasitv/ ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/c/ProbasiTelevision