অখ্যাত গাঁয়ের, বঙ্গ-মায়ের
অতি নগণ্য সন্তান।
তোমাদের চিরসখা, বুক ভরা স্বপন আঁকা,
হৃদয়ের বাঁধা গান।
বহু ক্রোশ দূর হতে, আপন দিশা এঁকে,
এসেছি তোমাদের কাছে।
যেথা যবে তোমা ছাড়ি যাই, সবই লাগে মিছে
মিছেই শান্তি সেথা আছে।
হৃদয়ে হৃদয়ের যোগ, ভুলেছি যাতনা ক্ষোভ,
একাত্ম মুই ভেদাভেদ ভুলে।
তোমা সুখেতে সুখী, ব্যথার দুঃখেতে দুঃখী,
ভুলেছি জনম কোন কুলে।
জীবনে জীবনের যোগ, হৃদয় অমৃত ভোগ
দিয়েছি তুলে যা ছিনু আমার।
বন্ধু-স্বজন বলে, মিশেছি সকল ভুলে,
দিও মোরে ঠাঁই হৃদয়ে সবার।
হবে চির-নিদ্রা যবে, জানি ভরা কানন রবে,
শোভা হবে নাকো ম্লান।
সাজবে কানন যথারীতি, শশী ছড়াবে জ্যোতি,
স্তব্ধ হবে মোর গান।
জীবনের পড়ন্ত বেলায়,
ভালোবাসার তৃষ্ণায় হৃদয় হয়েছে উন্মুখ।
যদি না থাকে কৃতীচিহ্ন, করো না আমায় ভিন্ন
আমি তোমাদেরই লোক।
কবি: আকাশ মন্ডল, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।