তখনও ভারতে লকডাউন শুরু হয়নি। মার্চে সেই সময়ের দিল্লির নিজামুদ্দিনের জমায়েত থেকে অনেকের করোনার সংক্রমণ হয়েছেন বলে খবর থেকে জানা যাচ্ছে। এ নিয়ে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে নানারকম উস্কানিমূলক বক্তব্য দেয়া হচ্ছে। অনেকেই নিজামুদ্দিনের এই জমায়েতকে দায়ী করছেন করোনা বিস্তারের। আর এই প্রসঙ্গেই একটি লাইভ করে জবাব দিয়েছিলেন অ্যাজাজ খান (Ajaz Khan)। এতেই ক্ষেপেছে মোদি সরকার।
ভারত ধর্ষণের দেশ: তনুশ্রী দত্ত
অ্যাজাজ খান বলেন, যখনই দেশে কিছু ঘটে, তার জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষকে দায়ী করা হয়। দিল্লিতে ভূমিকম্প হলেও কি এবার মুসলিম সম্প্রদায়কেই দায়ী করা হবে। কিন্তু এর জন্য আসল কে দায়ী তা কি কখনও ভেবে দেখেছেন। এই পোস্টের পরেই তাঁকে মুম্বইয়ের খার থানার পুলিশ গ্রেফতার করে।
পর্ন ইন্ডাস্ট্রিতে নিজের রোজাগার, জানালেন মিয়া খলিফা
খার থানার আধিকারিক জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ, ১২১, ১১৭, ১৮৮, ৫০১ ও ৫০২(২) ধারায় অভিনেতা আজাজ খান অভিযুক্ত।
সালমান খানের বাড়ির সামনে বিক্ষোভ
এছাড়াও মুম্বইয়ে বান্দ্রা রেল স্টেশনের ঘটনায় পরিযায়ী শ্রমিকদের জমায়েতের পিছনে বিজেপি সরকারের ষড়ষন্ত্র রয়েছে বলে দাবি করেছেন তিনি। অ্যাজাজের দাবি, মুসলিমদের ছোট করার জন্যই বিজেপি এই ষড়যন্ত্র করেছে। পাশাপাশি এর জন্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকেও দায়ী করেন তিনি। এর আগেও বহু মন্তব্যের জন্য গ্রেফতারও হয়েছেন তিনি। সূত্র: ভারতীয় গণমাধ্যম।