ডেস্ক: অভিযোগ থাকার কারনে আটক হয়েছেন ঢাকাই চলচ্চিত্রে নবাগতা সানাই মাহবুব সুপ্রভা।
রবিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে নিয়ে আসা হয়েছে। ডিএমপির সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সানাই ঢাকাই চলচ্চিত্র শিল্পে নবাগত নায়িকা। সম্প্রতি তিনি অনেকগুলো চলচ্চিত্রে চুক্তিবদ্ধ থাকা এবং খুব শীঘ্রই তার অভিনীত চলচ্চিত্র মুক্তি পাবে বলে জানিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসঙ্গত এবং অপেশাদার কর্মকান্ডের মাধ্যমে তিনি সমালোচনায় আসেন।