মাস্টারদা সূর্য সেনের জন্ম

আজ ২২ মার্চ ২০১৯, মঙ্গলবার। ৮চৈত্র ১৪২৫। ১৪ রজব ১৪৪০। বসন্তকাল। এক নজরে জেনে নেই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা এবং ঐতিহাসিক ব্যক্তিদের জন্ম ও মৃত্যু।

আজকের এই দিনে জন্ম গ্রহণ করেন মাস্টার দা সূর্য সেন। তাঁর ডাকনাম ছিল কালু। তবে মাস্টারদা নামে পরিচিত ছিলেন। ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব সূর্য সেনের সম্মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি করে আবাসিক হলের নামকরণ করা হয়।

ঘটনাবলী

১৭৩৯ – নাদির শাহ্ ভারতের দিল্লি দখল করে করেন।

১৭৯৩ – বাংলা ও বিহারে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।

১৮৮৮ – ইংলিশ ফুটবল লীগ গঠিত হয়।

১৯০৪ – নিউইয়র্ক ইলাসট্রেটেড মিরর পত্রিকা বিশ্বের প্রথম রঙিন ছবি মুদ্রণ করে।

১৯৪৫ – কায়রো সনদের আলোকে আরব লীগ গঠিত।

১৯৪৬ – জর্দানের স্বাধীনতা লাভ।

১৯৮৫ – বিশ্বের ওজোন স্তর সংরক্ষণে আন্তর্জাতিক চুক্তি অনুমোদিত হয়।

জন্ম

১৮৮৩ – যোগেন্দ্রনাথ গুপ্ত, বাঙালি সাহিত্যিক এবং গবেষক।

১৯৩১ – বার্টন রিখটার, নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।

মৃত্যু

২০০৪ – ফিলিস্তিনের হামাসের আধ্যাত্মিক নেতা শেখ আহমদ ইয়াসিন ইসরাইলের হামলায় নিহত হন।

বিশ্বের সংবাদ, দেশের সংবাদ, আর রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, বিনোদন আর খেলাধুলার সর্বশেষ বাংলা সংবাদ পড়তে লাইক করুন প্রবাসী টিভি’র Facebook পেজ আর সাবস্ক্রাইব করুন YouTube Channel.

আরও পড়ুন…
তেলেগু ভাষায় মেঘলা মুক্তার দ্বিতীয় ছবি
সিনেমার গানেরও মিমি চক্রবর্তী
স্ত্রীর ঘাতককে ক্ষমা করলেন ফরিদ আহমেদ