আজ ২২ মার্চ ২০১৯, মঙ্গলবার। ৮চৈত্র ১৪২৫। ১৪ রজব ১৪৪০। বসন্তকাল। এক নজরে জেনে নেই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা এবং ঐতিহাসিক ব্যক্তিদের জন্ম ও মৃত্যু।
আজকের এই দিনে জন্ম গ্রহণ করেন মাস্টার দা সূর্য সেন। তাঁর ডাকনাম ছিল কালু। তবে মাস্টারদা নামে পরিচিত ছিলেন। ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব সূর্য সেনের সম্মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি করে আবাসিক হলের নামকরণ করা হয়।
ঘটনাবলী
১৭৩৯ – নাদির শাহ্ ভারতের দিল্লি দখল করে করেন।
১৭৯৩ – বাংলা ও বিহারে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।
১৮৮৮ – ইংলিশ ফুটবল লীগ গঠিত হয়।
১৯০৪ – নিউইয়র্ক ইলাসট্রেটেড মিরর পত্রিকা বিশ্বের প্রথম রঙিন ছবি মুদ্রণ করে।
১৯৪৫ – কায়রো সনদের আলোকে আরব লীগ গঠিত।
১৯৪৬ – জর্দানের স্বাধীনতা লাভ।
১৯৮৫ – বিশ্বের ওজোন স্তর সংরক্ষণে আন্তর্জাতিক চুক্তি অনুমোদিত হয়।
জন্ম
১৮৮৩ – যোগেন্দ্রনাথ গুপ্ত, বাঙালি সাহিত্যিক এবং গবেষক।
১৯৩১ – বার্টন রিখটার, নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
মৃত্যু
২০০৪ – ফিলিস্তিনের হামাসের আধ্যাত্মিক নেতা শেখ আহমদ ইয়াসিন ইসরাইলের হামলায় নিহত হন।