আজ ২১ মার্চ ২০১৯, মঙ্গলবার।৭ চৈত্র ১৪২৫। ১৩ রজব ১৪৪০। বসন্তকাল। এক নজরে জেনে নেই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা এবং ঐতিহাসিক ব্যক্তিদের জন্ম ও মৃত্যু।
১৯৪৮ সালের এই দিনে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার রেসকোর্স ময়দানে ঘোষণা দিয়েছিলেন, উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
ঘটনাবলী:
১৭৯১ – ব্রিটিশ প্রশাসন টিপু সুলতানের কাছ থেকে ব্যাঙ্গালোরের নিয়ন্ত্রণ দখল করে।
১৮২৯ – স্পেনে ভূমিকম্পে ৬ হাজার লোক মারা যায়।
১৯১৯ – সোভিয়েত প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
১৯৭৪ – কঙ্গো প্রজাতন্ত্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
১৯৮৫ – বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়।
১৯৯০ – দক্ষিণ আফ্রিকার দখল থেকে নামিবিয়া স্বাধীনতা লাভ করে।
জন্ম
১৮৮৭ – মানবেন্দ্র নাথ রায়, ভারতে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা।
১৯১৬ – ওস্তাদ বিসমিল্লাহ খান, প্রখ্যাত সানাই বাদক।
১৯৫৫ – বব বেন্নেট আমেরিকান গায়ক ও গীতিকার।
১৯৭৮ – রাণী মুখার্জী, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
মৃত্যু
১৬৭৬ – হেনরি সভ্যাল, ফরাসি ইতিহাসবিদ।
২০০৩ – অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক, গবেষক।
সম্পাদনায়: এমএইছ চৌধুরী, জুনাইদ।
বিশ্বের সংবাদ, দেশের সংবাদ, আর রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, বিনোদন আর খেলাধুলার সর্বশেষ বাংলা সংবাদ পড়তে লাইক করুন প্রবাসী টিভি’র Facebook পেজ আর সাবস্ক্রাইব করুন YouTube Channel.