আজ ২০ মার্চ ২০১৯, বুধবার। ৬ চৈত্র ১৪২৫। ১২ রজব ১৪৪০। বসন্তকাল। এক নজরে জেনে নেই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা এবং ঐতিহাসিক ব্যক্তিদের জন্ম ও মৃত্যু।
২০১৩ সালের এই দিনে বাংলাদেশের দেশের ১৯তম রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাংলাদেশ সময় বিকেল চারটা পয়তাল্লিশ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। ১৯২৯ সালের ৯ মার্চ কিশোরগঞ্জ জেলার ভৈরবে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমান জন্ম গ্রহণ করেছিলেন।
ঘটনাবলী
১৯৯১ – বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেন।
জন্ম
১৯৮৯ – তামিম ইকবাল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান।
মৃত্যু
১৯২৬ – কাজী ইমদাদুল হক, ভারতের বাঙালি কবি।
সম্পাদনায়: এমএইছ চৌধুরী, জুনাইদ।
আরও পড়ুন… ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা এবং ঐতিহাসিক ব্যক্তিদের জন্ম ও মৃত্যু।