আজ ১৭ মার্চ ২০১৯, রোববার। ৩ চৈত্র ১৪২৫। ৯ রজব ১৪৪০। বসন্তকাল। জেনে নিন ইতিহাসের পাতায় লেখা ঘটে যাওয়া আজকের দিনের উল্লেখযোগ্য কিছু ঘটনা।
আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সাল থেকে দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হতো। ২০০১ সালে সরকার পরিবর্তন হলে রাষ্ট্রীয়ভাবে উদযাপন বন্ধ হয়ে যায়। তবে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আবার ক্ষমতায় এলে ২০০৯ সাল থেকে রাষ্ট্রীয়ভাবে আবার বাংলাদেশে পালিত হচ্ছে জাতীয় শিশু দিবস।
ঘটনাবলি
৬৩৬ – রোমানদের পরাজয়ের পর মুসলমানদের নিয়ন্ত্রণে বায়তুল মোকাদ্দাস।
১৯৯৬ – পাকিস্তানের লাহোরে অস্ট্রেলিয়াকে হারিয়ে শ্রীলঙ্কার ষষ্ঠ বিশ্বকাপ জয়।
২০০৪ – কসোভোতে সার্ব ও আলবেনীয়দের দাঙ্গায ২২ জন নিহত আহত ৫শত।
জন্ম
১০৭৮ – আব্দুল কাদের জিলানী, অলিকূলের শিরোমণি।
১৯২০ – জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্থপতি ।
মৃত্যু
১৮৪৬ – ফ্রিডরিশ ভিলহেল্ম বেসেল, জার্মান জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ।
২০১৫ – বব এপলইয়ার্ড, ইংরেজ ক্রিকেট খেলোয়ার।