ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম কমছে

ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম কমিয়েছে সরকার। ইন্টারনেট ব্যবহারকারীদের সাশ্রয়ী মূল্যে সেবাটি নিশ্চিত করতে ৩৬০ টাকা থেকে ১৮০ টাকায় নামিয়ে আনা হয়েছে।

আগামী ১ জুলাই থেকে নতুন দাম কার্যকর হবে বলে সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে। 

বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সাশ্রয়ী ডিজিটাল অবকাঠামো’ শীর্ষক এক আলোচনা সভায় সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন.. www.btcl.gov.bd ওয়েব ঠিকানায়।

বিশ্বের সংবাদ, দেশের সংবাদ, আর রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, ফিচার, বিনোদন আর খেলাধুলার সর্বশেষ বাংলা সংবাদ পড়তে লাইক করুন প্রবাসী টিভি’র Facebook পেজ আর সাবস্ক্রাইব করুন YouTube Channel.