`জাহাজীয়ালা’ সফিকুল আলমের সংগ্রাম-সাফল্য’

১৯৭৪ সালে জাহাজে চেপে ফিলাডেলফিয়ায় বন্দরে নামেন সফিকুল আলম। সে সময় তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে হাতেগোনা কয়েকজন সন্দ্বীপীর অন্যতম। তার মতে, ১৭তম।

নানা ঘাতপ্রতিঘাত আর সংগ্রামের মধ্য দিয়ে তিনি প্রায় পাঁচ দশক যুক্তরাষ্ট্রে কাটিয়ে দিলেও এখনো তার অন্তরজুড়ে আছে নিজের জন্মভূমি। ৭৬ বছরের সফিকুল আলমের সাথে দেখা নিউ ইয়র্ক সিটির ওজোন পার্ক এলাকায়। বেড়াতে এসেছেন মেয়ের বাসায়। লং আইল্যান্ডে অবসর জীবনযাপন করেন।

যুক্তরাষ্ট্রে পরিবারভিত্তিক অভিবাসনে বাংলাদেশীদের যে বিশাল জনগোষ্ঠী গড়ে উঠেছে, তাতে সফিকুর রহমান এবং তার আগেপরের “জাহাজীয়ালা”দের বড় অবদান। অথচ, তাদের সেই সংগ্রামের গল্পগুলোই অনেকের কাছে অজানা।