মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় মুম্বাইয়ে পালন করা হয়েছে।
ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ উপ-হাইকমিশন প্রেসিডেন্ট হোটেল-এ অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহারাষ্ট্র সরকারের স্টেট চিফ ইনফরমেশন কমিশনার শ্রী সুমিত মল্লিক। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় নৌবাহিনীর সাবেক প্রধান এডমিরাল (অবঃ) ভিষ্ণু ভগওয়াৎ।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা অর্ধনমিত করণ এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
`আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি ?’ গানে ভাষা দিবসের আবেশ জাগরিত হয়ে উঠে। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
প্রবাসী টিভির ইউটিউব চ্যানেলে যোগ দিতে এখানে ক্লিক করুন।