সেজো মেয়ে বিপাশা টুয়েলভথ গ্রেডে পড়ছে। কাজও করছে একটা। এরপর বাস্কেটবলের অনুশীলন। সব সেরে সন্ধ্যায় বাবার প্রতিষ্ঠান সামলানোর কাজ। শুধু বিপাশাকে নয়, কেনেটিকাটের ছোট একটা শহর ম্যানচেস্টারে এই রেস্তোরাঁয় গিয়ে পেলাম তার বড় বোন মাঈশা, ছোট ভাই মাহদীকেও। ফাতিমা’স ফিউশন ফ্লেভারসের মালিক আহমেদ জিলু স্ত্রী আর চার সন্তানকে নিয়ে শুরু করেছেন এ রেস্টুরেন্ট।
- Wednesday
- April 2nd, 2025