দেশে প্রথমবারের মতো আয়োজিত মেয়েদের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট বঙ্গমাতা গোল্ডকাপে সেমিফাইনালে মঙ্গোলিয়াকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ। ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মনিকা-তহুরারা।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সেরা চারের লড়াইয়ে কৃষ্ণা ও স্বপ্নাকে ছাড়াই মঙ্গোলিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। মনিকা, মার্জিয়া ও তহুরার গোলে ৩-০ ব্যবধানের জিতে ফাইনালে উঠে বাংলাদেশের মেয়েরা।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল বঙ্গমাতা অনূধ্র্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের পর্দা উঠেছে। আর আগামী ৪ মে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা রয়েছে। টুর্নামেন্ট খেলছে বাংলাদেশসহ কিরগিজস্থান, সংযুক্ত আরব আমিরাত, লাওস, তাজিকিস্তান ও মঙ্গোলিয়া।