পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে তৃণমূলের ৪২ প্রার্থীকে মনোনয়নপত্রে নিজের সম্পর্কে সঠিক তথ্য দিয়ে স্বচ্ছ থাকার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ১৩ মার্চ কালীঘাটে অনুষ্ঠিত সভায় দলের মনোনয়ন সংক্রান্ত বিভিন্ন নিয়মের বিষয়ও জানিয়ে দেওয়া হয়েছে।
পরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘জনগণের প্রতিনিধি হিসাবে তৃণমূলের মতাদর্শ মেনে সর্বক্ষণ কাজ করতে হবে।’ ওই সভায় উপস্থিত প্রার্থীদের অনেকেই প্রথমবার নির্বাচনে অংশগ্রহন করবেন। তাই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী নির্বাচন কমিশনের নিয়মাবলী সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। প্রয়োজনীয় নির্বাচনী খরচের জন্য প্রার্থীদের ব্যাংক অ্যাকাউন্টও স্বচ্ছ রাখা জরুরি।
রাজ্যের কয়েকটি আসনে তৃণমূলের একাধিক মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ওই সভায় এর আলোকে তৃণমূলনেত্রী বলেন, ‘‘যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না, দল তাঁদেরকে যথাযথ সম্মান দিবে। দলের অন্যান্য দায়িত্ব দেওয়া হবে’’। তৃণমূলের নেতাদের দায়িত্বে থাকা জেলার প্রার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করার কথাও বলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা: এমএইছ চৌধুরী, জুনাইদ।