শেঠীর পরামর্শে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে কাদেরকে

ডেস্ক: চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা দেখতে ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী ঢাকায় এসেছেন । সোমবার (৪ মার্চ ২০১৯) দুপুরে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

ঢাকা পৌঁছানোর পর তাকে সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানে ওবায়দুল কাদেরকে দেখার পর সিঙ্গাপুর নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তাঁর পরামর্শে এখন সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে কাদেরকে।

রোববার সকালে শ্বাসকষ্টের চিকিৎসাধীন অবস্থায় হার্ট এ্যাটাক হলে বঙ্গবন্ধু মেডিকেলের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি আছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে। এনজিওগ্রাম করলে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে, স্টেন্টিংয়ের মাধ্যমে চিকিৎসকরা একটি অপসারণ করেন। চিকিৎসকরা জানিযয়েছিলেন, তার বর্তমান অবস্থা কিছুটা উন্নতির দিকে হলেও এখনও সঙ্কট কাটেনি।