ঢাকা: গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য এই মুহূর্তে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া রোববার (৩ মার্চ) রাতে একথা জানান তিনি।
ডা. কনক কান্তি বড়ুয়া জানান, সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার ভোরে ওবায়দুল কাদের হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা উঠলেও তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এই মুহূর্তে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে না।