ডেস্ক: চট্টগ্রাম, মংলা, কক্সবাজার ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নাম্বার সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে বজ্র মেঘের ঘনাঘটা বেড়ে যাওয়ায় মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময়ে গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ দেয়ার পূর্ব পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এ সময়ে বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বাতাসের গতিবেগ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।