বান্দরবানে প্রায় ৭৫% স্কুলে শহীদ মিনার নেই

মোঃ শফিকুর রহমান, বান্দরবান: বান্দরবানে গুটি কয়েক প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার থাকলেও নেই বেশিরভাগ বিদ্যালয়ে। যে কয়েকটি বিদ্যালয়ে আছে সেগুলোর আবস্থাও জরাজীর্ণ। প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাই নিজ বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দেয়ার ইচ্ছাটুকু অপূর্ণ রয়ে যায় কোমলমতি শিক্ষার্থীদের।

প্রতিটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেবল বইয়ের পাতায় শহীদ মিনার দেখেই কাটিয়ে দেয় বান্দরবানের বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কারণ সরাসরি ফুল দেয়ার সুযোগ নেই তাদের। বান্দরবানে একটি বড় শহীদ মিনার আছে। কিন্তু পথের দূরত্বসহ নানা কারণে সেখানে যাওয়ার সুযোগ নেই সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের। ফলে প্রতিবছরই ভাষা দিবস এলে মন খারাপ হয় তাদের।

শিক্ষকরা মনে করেন, ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস সম্পর্কে ধারণা দিতে প্রাথমিক পর্যায়ে প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার থাকা প্রয়োজন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রয়োজনীয় নির্দেশনা ও পর্যাপ্ত অর্থ বরাদ্দ পেলেই বিদ্যালয়গুলোতে নির্মাণ করা হবে শহীদ মিনার।

বান্দরবান জেলায় মোট প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৪ শত ৩২টি, তারমধ্যে গুটিকয়েক বিদ্যালয়ে রয়েছে শহীদ মিনার।