পালিত হল ১৮ তম সুন্দরবন দিবস

ডেস্ক: ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দেশে পালিত হয়েছে ১৮ তম সুন্দরবন দিবস| ২০০১ সালের এই দিনে দেশের ৭০ টি পরিবেশবাদী সংগঠন, খুলনা বিশ্ববিদ্যালয়, স্বেচ্ছাসেবী সংগঠন পরিবেশ ও রূপান্তর এর উদ্যোগ ও অংশগ্রহণের মাধ্যমে প্রথমবারের মত সুন্দরবন দিবস পালন করা হয়েছিল|

সুন্দরবন বিশ্বের সপ্তাশ্চার্যের একটি এবং পৃথিবীর সর্ববৃহৎ অখন্ড বনভূমি| সুন্দরবনে বর্তমানে ১২৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ১২৪ প্রজাতির সরীসৃপ, ১৯৮ প্রজাতির উভচর, ৫৭৯ প্রজাতির পাখি, ৫ হাজার প্রজাতির উদ্ভিদ এবং ৩০ প্রজাতির চিংড়ি রয়েছে|

মূলত সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে এ দিবসটি পালন করা হয়|