কবিতা ‘বসন্ত বন্দনা’

আজ হৃদয় মাঝারে তুলেছে ঢেউ

দিবস কে করেছে চঞ্চল,

আমি ডাগর আঁখিতে নাহি খুঁজে পাই

প্রিয়ার ভীরু অঞ্চল।

হাথক পরেছে কী শখের বালা?

মাথক পরেছে কী ফুল?

তনুর মজ্জায় পেচানো শাড়ি

দেখবো অধিরে আকূল ।

তার নয়ন ভরা অঞ্জন দেখে

হব না কখনো ক্ষ্যান্ত,

সে কি চরণে চরণে নিয়ে যাবে মোরে?

দর্শিবে আদি-অন্ত??

এই মধুক্ষণে নেবে কি আমারে

হিয়ার সঙ্গী করে?

গোধূলি বেলায় দেখবো তারে

নয়ন উজার করে।

আমার হৃদয় যেন রিক্ত হস্তে

ফিরে যায় শতবার,

ভয় ছেড়ে আমি আশা বুকে বাঁধি

ফিরে আসি আবার।

তবুও যেন কীসের চাওয়ায়

হৃদয় করে ক্রন্দনা,

আমি সকল কষ্ট কে ভুলে যেয়ে

করি বসন্ত কে বন্দনা।।

মোঃ রাজিব হোসেন, শিক্ষার্থী দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন… নবরূপে ঢাবি স্যার এ এফ রহমান হলের ক্যান্টিন