জোড়া খুন মামলার আসামী বিএনপি নেতা দুলু গ্রেফতার

নাটোর: জোড়া খুন মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে
গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

দুপুরে কড়া নিরাপত্তায় বিএনপি নেতা দুলুকে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে হাজির করা হয়। পরে নাটোর শহরের তেবাড়িয়া এলাকার একটি জোড়া খুন মামলায় গ্রেফতারের আবেদন জানায় পুলিশ।

এসময় দুলুর আইনজীবীরা তার জামিনের আবেদন জানালে শুনানী শেষে বিচারক তাঁর জামিন না মঞ্জুর করে গ্রেফতারে দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

২০১৫ সালের ১লা জানুয়ারী গণতন্ত্রের বিজয় র‌্যালী চলাকালে শহরের তেবাড়িয়া এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে ওই এলাকার রাকিব ও রায়হান নামে ২ যুবক নিহত হয়। এ ঘটনায় নিহত রাকিবের ভাই আনজুল বাদি হয়ে অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। গত বছরের ১২ ডিসেম্বর বিএনপি নেতা দুলুকে ঢাকা থেকে আটক করে পুলিশ।