স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার- উশৈসিং

মোঃ শফিকুর রহমান, বান্দরবান: স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় সরকার দেশের প্রতিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার পদক্ষেপ নিয়েছেন। তবে পিছিয়ে পড়া এলাকা গুলিকে সবার আগে এই ব্যবস্থার আওতায় আনা হবে।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে ১৭ কোটি টাকা ব্যয়ে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করেন| ভবন নির্মানের ভিক্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন ।

সমাবেশে বান্দরবান সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোফরান ফারুকী, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল জামান, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল, জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা, সিয়ন ম্রো, টিংটিংম্যা মারমা, ফিলিন্স ত্রিপুরা, থোয়াইহ্লামং মারমা, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা প্রমুখ। এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নের ৬০ লাখ টাকা ব্যয়ের বান্দরবান থানচি সড়ক থেকে ঙাইক্ষ্যং পাড়া যাওয়ার রাস্তা নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।