মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে ডাকাতি করার প্রস্ততির সময়ে চার ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুলিশ।
থানা পুলিশ জানায়, উপজেলার চান্দহর ইউনিয়নের পালপাড়া এলাকায় আবদুল করিমের বাড়িরপাশ থেকে ডাকাতি করার প্রস্তুতি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানার এস আই শহিদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে অভিযান চালান। এ সময় ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত কে আটক করলেও আরো ৫/৬ জন পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতরা হলেন, চশপালপাড়া গ্রামের তোফাজদ্দিনের ছেলে আবুল হোসেন (৪৫), একই গ্রামের মৃত হামিদের ছেলে করিম (৩৪), সোনাটেংরা গ্রামের নাসিরউদ্দিনের ছেলে আন্তঃ জেলা ডাকাত দলেরসদস্য মোসারফ হোসেন(২৭) ও পাবনা জেলার চন্ডিপুর গ্রামের মজু ফকিরের ছেলে আনোয়ার (৩৬)। তাদের কাছ থেকে দেশীয় রাম দা, ছুরি, তালা ভাঙ্গার কাটার ও দরজা ভাঙ্গার সামগ্রী।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, ডাকাতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। ডাকাত মোসারফের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের কে আদালতে পাঠানো হবে।