হাবিপ্রবি’র এখনও ৫১৭টি আসন খালি

আজিজুর রহমান, হাবিপ্রবি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে মেধাতালিকার ভর্তি কার্যক্রম গত ০৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ০৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শেষ হয়েছে।

ভর্তি কার্যক্রম শেষে দেখা যায় বিভিন্ন অনুষদের প্রত্যেকটিতে কিছু আসন ফাঁকা রয়েছে। ২ হাজার ৫ টি আসনের মধ্যে এখনও শূন্য আসন রয়েছে প্রায় ৫১৭ টি আসন। বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি জানায়, “এ” ইউনিটে ৬০ টি, “বি” ইউনিটে ৫১ টি, “সি” ইউনিটে ৪০ টি, “ডি” ইউনিটে ১২৩ টি, “ই” ইউনিটে ৭ টি, “এফ” ইউনিটে ১৮৭ টি, “জি” ইউনিটে ৪৯ টি সিট ফাঁকা আছে বলে জানা গেছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে।

এদিকে অপেক্ষমান তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যে ১২ ফেব্রুয়ারি “এ” ও ” জি” এবং ১৩ ফেব্রুয়ারি “বি”, “সি”, “ডি”, “ই” ও “এফ” ইউনিটে ভর্তি করা হবে। ভর্তি সম্পর্কিত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.hstu.ac.bd) তে পাওয়া যাবে।