নাটোর: জন্মের ১দিন পরই মারা গেল নাটোরের উত্তরা গণভবনে জন্ম নেয়া সেই হরিণ শাবক শুক্লা। মঙ্গলবার রাতে হরিণী শ্যামার গর্ভে জন্ম নেয় শুক্লা।
বুধবার শাবকটি দেখতে গণভবনের হরিণশালায় ভীড় করে প্রচুর দর্শনার্থী। এসময় অনেকেই শাবকটি নিয়ে অতিরিক্ত টানা হেঁচড়া করেন। পরে জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ শাবকটির নামকরণ করেন শুক্লা।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি ২০১৯) সকালে শাবকটি মারা যায় বলে নিশ্চিত করেন জেলা প্রশাসক। তিনি জানান, শাবকটি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। ময়না তদন্ত করে শাবকটির মৃত্যুর কারণ অনুসন্ধানে জেলা প্রাণী সম্পদ বিভাগকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসক ড. রাজ্জাকুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসন।