নকল করায় কুলাউড়ার এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

রাজকুমার সেন, কমলগঞ্জ: মৌলভীবাজারের কুলাউড়ায় মধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নকল করার অপরাধে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার ৫ ফেব্রুয়ারি পরীক্ষার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদিউর রহিম জাদীদের উপস্থিতিতে নবীন চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব শিক্ষক মোঃ আমির হোসেন তাকে বহিষ্কার করেন।

জানা যায়, ইংরেজী প্রথম পত্র পরীক্ষা চলাকালীন ওই ছাত্রী নকল করে পরীক্ষা দিচ্ছিলো। এ সময় হাতেনাতে ধরে তাকে হল থেকে প্রধান শিক্ষকের রুমে নিয়ে যাওয়া হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদিউর রহিম জাদীদ এবং হল পরিদর্শকদের উপস্থিতিতে তাকে বহিষ্কার করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিউর রহিম জাদীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, হল পরিদর্শনে গেলে নবীনচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব নকলের বিষয়ে অবহিত করেন। পরে হল পরিদর্শক ও আমার উপস্থিতিতে তাকে বহিস্কার করা হয়। ছাত্রীটির ভবিষ্যতের কথা চিন্তা করে তার অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রে এনে বুঝানো হয়েছে যাতে করে ছাত্রীকে কোনভাবেই বকা-ঝকা না করেন।