সড়ক দুর্ঘটনা রোধে নাটোরে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

নাটোর: সড়ক দুর্ঘটনা রোধে পেশাজীবী গাড়ী চালকদের নিয়ে নাটোরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নাটোর সার্কেলের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাইদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ, বিআরটিএ রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক স্বদেশ কুমার দাস, নাটোরের সহকারী পরিচালক সাইদুর রহমান এবং মোটরযান পরিদর্শক কাফিউল হাসান। প্রশিক্ষন কর্মশালায় নাটোর জেলার ১৩০ জন গাড়ী চালক অংশগ্রহন করেন।

এ সময় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকল চালককে সতর্ক হয়ে এবং যথাযথ নিয়ম মেনে গাড়ী চালাতে হবে। মনে রাখতে হবে একটি দুর্ঘটনা অনেক পরিবারকে শেষ করে দিতে পারে।