একমাস ব্যাপী চলবে কমলগঞ্জে ভলিবল প্রশিক্ষণ

রাজকুমার সেন, কমলগঞ্জ: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ে মাস ব্যাপী ভলিবল প্রশিক্ষণের শুভ উদ্ধোধন করা হয়েছে। ক্রীড়া অধিদপ্তরের বাষিক ক্রীড়া কর্মসূচী ২০১৮-২০১৯ এর আওতায় উদ্ধোধন করেন ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল।

সোমবার বেলা ১১ টায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুরানী ভৌমিক, সহকারি শিক্ষক নাসির উদ্দিন চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান। বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা শরীরচর্চা প্রশিক্ষণ মো: ফয়জুল হক।

কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুরানী ভৌমিক জানান, মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিস কালেঙ্গা উচ্চ বিদ্যালয়কে নির্ধারিত করেছে। মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণে শুধু মাত্রা ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। আগামী ৭ মার্চ ২০১৯ ভলিবল প্রশিক্ষণের সমাপ্তি হবে বলে জানান।