ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের ৪র্থ বর্ষ বিবিএ (সম্মান) শ্রেণির ছাত্র আলমগীর হোসাইন চ্যাম্পিয়ন হয়েছেন এবং রানার্স আপ হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৩য় বর্ষ বিএ (সম্মান) শ্রেণির ছাত্র আবু সাদত মুহম্মদ সাকিব। আজ ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। খেলা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থী, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা ও পরিচালক অধ্যাপক ড. জিয়াউল হক মামুন, ঢাবি এ্যাথলেটিক্স কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।