রফিকুল ইসলাম : মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়ার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার সকালে কুষ্টিয়া জেলার খোকসার জানিপুর বাজার ও শোমসপুর বাজারে অভিযানের সময় এ জরিমানা করা হয়|
কুষ্টিয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান এর নেতৃত্বে অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন বাজার কর্মকর্তা ও প্রতিনিধিগণসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
কুষ্টিয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, খোকসা উপজেলার জানিপুর বাজারের প্রধান সড়কে অবস্থিত আমেনা ক্লিনিকে বিপুল পরিমানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় ক্লিনিক মালিক আতিকুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারা মোতাবেক ১০ হাজার টাকা ও একই অপরাধে জনপ্রিয় ফার্মেসীর মালিক শামীম আহম্মেদকে ৫ হাজার টাকা এবং শোমসপুর বাজারের চৌধুরী ফার্মেসীর মালিক হারুন অর রশীদ চৌধূরীকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় জব্দকৃত ঔষধগুলো ধ্বংস করা হয়।