সবুজ শেখ, গোপালগঞ্জ: যক্ষ্মা বাংলাদেশের একটি মারাত্মক সমস্যা। বাংলাদেশে ডায়বেটিস রোগীদের মধ্যেও এই রোগের প্রাদুর্ভার দেখা যাচ্ছে, যক্ষ্মা আক্রান্ত ডায়াবেটিস রোগীদের সনাক্ত করার জন্য, শনিবার দুপুরে গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে BADAS – USAID Challenge TB Project, Bangladesh এর উদ্যোগে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সিভিল সার্জন ডা. তরুন মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক শান্তি মনি চাকমা, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ লিয়াকত হোসেন তপন, বারডেম জেনারেল হাসপাতালের অধ্যাপক ডাঃ এম দেলোয়ার হোসেন, ডাঃ কামরুল অমীন, জেলা ও দায়রা জজ আদালতের পিপি মোঃ আব্দুল হালিম, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহে আলম প্রমুখ।
যক্ষ্মা রোগ ও এ রোগের লক্ষন সম্পর্কে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রদর্শন করে সবাইকে অবহিত করা হয়।