নাটোর: শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক| তিনি বলেছেন, শিক্ষাকে গুরুত্ব দিয়ে সরকার বছরের প্রথম দিন সারাদেশের সাড়ে ৪ কোটি শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে পাঠ্য বই প্রদান করেন। রবিবার বিকেলে নাটোরের সিংড়া কোর্ট মাঠে ‘চলনবিল শিক্ষা উৎসব’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ প্রমুখ।
সিংড়া উপজেলা প্রশাসন আয়োজিত এ উৎসবে উপজেলার কৃতী শিক্ষার্থী, শিক্ষক, রত্নগর্ভা মা, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সেরা শিক্ষা প্রতিষ্ঠানসহ ৯ টি ক্যাটাগরিতে ৮১০ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।