নাটোর: নাটোর থেকে সকল রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল থেকে পরিবহন মালিক ও শ্রমিকরা আকস্মিকভাবে নাটোর থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রাখায় দুর্ভোগে পড়েছেন এসএসসি পরীক্ষার্থী সহ যাত্রীরা।
জেলা বাস মালিক সমিতি বাস বন্ধ রাখার বিষয়ে কোন কথা বলছেন না। তবে শ্রমিকরা জানিয়েছেন, নিখোঁজ যুবলীগ নেতা জামিল হোসেন মিলনের সন্ধানের দাবীতে আজ সকাল ৬ টা পর্যন্ত আলটিমেটাম দেয় মিলন সমর্থকরা। তাদের ওই ঘোষনায় জানমালের নিরাপত্তার অজুহাত দেখিয়ে মালিক সমিতি অঘোষিতভাবে এই বাস চলাচল বন্ধ রেখেছে। একারণে নাটোরের সাথে উত্তর ও দক্ষিনাঞ্চল সহ রাজধানী ঢাকার সাথে বাস চলাচল সরাসরি বন্ধ রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা জামিল হোসেন মিলনকে আইন শৃংখলা বাহিনীর পরিচয়ে উঠিয়ে নিয়ে যাওয়া হয় বলে দাবী তার পরিবারের। তার সন্ধান দাবীতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে শুক্রবার বিক্ষোভ সহ সড়ক অবরোধ করে মিলন সমর্থকরা।