মাদারীপুর: মাদারীপুর জেলা এসএসসি পরীক্ষার প্রশ্ন বিক্রয়ের অভিযোগে সাগর হোসেন ( ১৮)নামে এক যুবক কে আটক করা হয়েছে। প্রতারক চক্রের এ সদস্যকে আটক করেন মাদারীপুর জেলা র্যাব- ৮। বৃহস্পতিবার সকাল ১০ঃ৩০মিনিটে মাদারীপুর সদর উপজেলার থানতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক আটক করা হয়। প্রতারক সাগর হোসেন (১৮) মাদারীপুর জেলার সরকারি নাজিম উদ্দিন কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
র্যাব-৮ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন সাগর হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভূয়া আইডি খুলে এবং এসএসসি পরীক্ষার প্রশ্ন বিলিকরার একটি গ্রুপ তৈরি করেন। উক্ত ভূয়া গ্রুপে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অর্থ নেয়ার বিনিময়ে প্রশ্ন বিলি করেন। র্যাব- ৮ অভিযান চালিয়ে মাদারীপুর সদর উপজেলার থানতলী এলাকার মো. লায়েক আলী(৪৫) হাওলাদারের ছেলে সাগর হোসেনকে আটক করেন। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত অনেকগুলো সীম কার্ড এবং মোবাইল পাওয়া গেছে।
র্যাব-৮এর অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আমরা গোপন তথ্যের ভিত্তিতে আমরা তাকে তার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে আটক করি|