রোয়াংছড়ি হতে রুমা পর্যন্ত নির্মিত সড়ক কাজের উদ্বোধন

মোঃ শফিকুর রহমান, বান্দরবান: বান্দরবানে রোয়াংছড়ি উপজেলা সদর হতে রুমা উপজেলা পর্যন্ত ২০ কিঃ মিঃ রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করেন পার্বত্যমন্ত্রী জনাব বীর বাহাদু উশৈসিং।

শুক্রবার সকালে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি নির্মানে ব্যয় হবে প্রায় ৪৮ কোটি টাকা। স্থানীয়রা জানান, সড়কটি নির্মিত হলে রুমা উপজেলার সাথে রোয়াংছড়ি উপজেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। রাস্তার পাশের অনাবাদী জমি আবাদের আওতায় আসবে।

স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বাজারজাত করন সহজ হবে। এর ফলে কৃষকরা লাভবান হবে। ভিত্তি প্রস্তর শেষে পার্বত্য মন্ত্রী সাংবাদিকদের বলেছেন, পার্বত্য তিন জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় বান্দরবান পিছিয়ে ছিল। তাই বান্দরবানের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহন করা হয়েছে। উপজেলা ভিত্তিক অভ্যন্তরীন সড়ক নির্মান করা হবে যাতে এক উপজেলার মানুষ সহজেই অন্য উপজেলায় যেতে পারে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামারুজ্জামান সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।